ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০১:২৫, ১৩ জানুয়ারি ২০১৬

ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ক্রমাবনতি হওয়ায় বেসরকারি ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন প্রজন্মের ৯টি ব্যাংকের মধ্যে এই প্রথম কোনো একটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহা ব্যবস্থাপক এএনএম আবুল কাশেমকে বেসরকারি খাতের এ ব্যাংকটিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা, অডিট কমিটির সভা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সভায় তিনি উপস্থিত থাকবেন এবং ব্যাংকিং কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জনকন্ঠ অনলাইনকে বলেন, ব্যাংকটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় চরম অবনতি ঘটায় সেখানে কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো। ব্যাংকটির বিভিন্ন ধরনের ঝুঁকি মেকাবেলায় পর্যবেক্ষক কাজ করবেন।
×