ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজদিখানে স্কুলের গাছ লুট!

প্রকাশিত: ০০:১০, ১৩ জানুয়ারি ২০১৬

সিরাজদিখানে স্কুলের গাছ লুট!

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানের উপজেলার খাসমহল উচ্চ বিদ্যালয়ের গাছ লুট হয়ে গেছে! তিনটি মেহগনি এবং কয়েকটি কাঠাল গাছ কেটে নেয়া হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, অনুমতি ছাড়াই বিদ্যালয়টির পরিচালনা পরিষদ সদস্য মো. সোহরাব হোসেন সোমবার গাছগুলো কেটে নেয়। এনিয়ে অসন্তোষ বিরাজ করছে। প্রায় ১০ বছর আগে স্কুলের অর্থায়নে গাছ রোপন করা হয়। এই অভিবাবক সদস্য প্রকাশ্যে গাছ কাটা শুরু করেন। তার দাপটে বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্য কোন সদস্যরা কথা বলার সাহস পাননি। অভিযুক্ত সোহরাব হোসেন বলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাথে আলাপ করেই গাছ কাটা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল হোসেন জানান, গাছ কাটার ঘটনা আমি শুনেছি। তবে গাছগুলো মরে গিয়েছিল। তবে সেটা যাই হউক, বিদ্যালয় পরিচালনা পরিষদে সভা করে গাছ কাটার অনুমোদন না নিয়ে গাছ কাটা ওনার ঠিক হয়নি। তাছাড়া গাছ বিক্রির কোন অর্থও বিদ্যালয় পরিচালনা পরিষদের কাছে জমা করা হয়নি। সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীনা পারভীন বুধবার জানান, বিষয়টি আমি এই মাত্র জানতে পারলাম। এ ব্যাপারে যতাযথ ব্যবস্থা নেয়া হবে।
×