ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে প্রাণী সম্পদ বিভাগে জনবল সংকটে ॥ ৫৯ পদের মধ্যে শূন্য ২২

প্রকাশিত: ২৩:৪৫, ১৩ জানুয়ারি ২০১৬

ঝালকাঠিতে প্রাণী সম্পদ বিভাগে জনবল সংকটে ॥ ৫৯ পদের মধ্যে শূন্য ২২

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ বিভাগ চরম জণবল সংকটে রয়েছে। এই জনবল সংকটের কারণে এই বিভাগটি হাবু-ডুবু খাচ্ছে। এই বিভাগে ৫৯ টি পদের মধ্যে ৩৭ জন কমরত রয়েছে এবং অবশিষ্ট ২২টি পদ শূণ্য রয়েছে। জেলার ৪টি উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পদের মধ্যে ৪টি শূণ্য রয়েছে। ভ্যাটেনারি সার্জন দিয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কাজ চালানো হচ্ছে। ভ্যাটেনারী সার্জনের ৫টি পদের মধ্যে ১টি পদ শূণ্য রয়েছে। একটি প্রধান সহকারী কাম হিসাব রক্ষকের পদ শূণ্য রয়েছে। অফিস সহকারী কাম কমিউটার অপারেটরের ৫টি পদের মধ্যে ১টি পদ শূণ্য রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ সহকারী ৪টি পদের মধ্যে ৩টি পদ শূণ্য, ভেটিরিনারী ফিল্ড এসিট্যান্ড ১২টি পদের মধ্যে ৩টি পদই শূণ্য, কম্পাউন্ডার ৫টি পদের মধ্যে ৩টি পদ শূণ্য, ২ জন ড্রাইভার পদের মধ্যে একটি এবং অফিস সহায়ক ৬ জনের মধ্যে ৪ জনের পদে কোন জনবল নেই। নৈশ প্রহরী ১টি পদে কোন জনবল নেই। বর্তমান সরকার কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগকে গুরুত্ব দিয়ে গ্রামীন অর্থনীতি সমৃদ্ধ করার উদ্যোগ নিলেও এই জেলায় প্রাণী সম্পদ বিভাগে চরম জনবল সংকট এই বিভাগরে অগ্রগতি ও অগ্রযাত্রায় অন্তরায় সৃষ্টি করছে।
×