ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নেই

প্রকাশিত: ২০:৩২, ১৩ জানুয়ারি ২০১৬

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নেই

অনলাইন ডেস্ক ॥ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছে। সিরিজটি আদৌ হবে কিনা তা নিয়ে সকলের মনেই ছিল সংশয়। শেষ অবধি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি অনুরাগ ঠাকুর এই সিরিজের সকল সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। মঙ্গলবার অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২০১৬ সালে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কোন সম্ভাবনাই নেই। তিনি ঘোষণা দিয়েছেন এই মৌসুমে আর কোন সিরিজের জন্য নতুন কোন পরিকল্পনা নেই। গণমাধ্যমে অনুরাগ ঠাকুর বলেছেন, ‘গত বছর পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজের জন্য পরিকল্পনা ছিল। তবে চলতি বছর এই ধরনের কোন সিরিজের চিন্তা নেই। ভারত তাদের বিপক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট এশিয়া কাপ এবং টোয়েন্টি২০ বিশ্বকাপে খেলবে।’ গত বছর ডিসেম্বরেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অবশেষে ভারত সরকার অনুমোদন না দেওয়ায় সিরিজটি হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশা করছিল যে দ্বিপাক্ষিক সিরিজটি এ বছর হতে পারে। কিন্তু অনুরাগ ঠাকুরের ঘোষণার পর স্পষ্টতই বোঝা যাচ্ছে, এ সিরিজের আর কোন সম্ভাবনাই নেই।
×