ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্রোহীদের সঙ্গে শান্তির বৈঠকে সু চি

প্রকাশিত: ১৯:৪৯, ১৩ জানুয়ারি ২০১৬

বিদ্রোহীদের সঙ্গে শান্তির বৈঠকে সু চি

অনলাইন ডেস্ক‍॥ বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী জাতিগোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে মিয়ানমার সরকার। দেশটির সেনাবাহিনী, রাজনীতিবিদ ও আটটি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নিচ্ছে। গত অক্টোবরে বিদায়ী সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ধারাবাহিকতায় এ বৈঠক হচ্ছে। নেই পি টোতে আয়োজিত এ আলোচনায় অংশ নিচ্ছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। পাঁচ দিনের এ আলোচনার উদ্বোধনী দিনে ভাষণ দিয়েছেন তিনি। এ আলোচনা দেশটিতে স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সু চি। তবে শান্তি আলোচনা কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। তারা বলছে, বেশি সক্রিয় দলগুলো সেনাবাহিনীর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করায় অপেক্ষাকৃত দুর্বল দলগুলোকে নিয়েই আলোচনা চলছে।
×