ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাশরাফি-জাহানারাদের খোঁজে বিসিবি-রবি

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ জানুয়ারি ২০১৬

মাশরাফি-জাহানারাদের খোঁজে বিসিবি-রবি

স্পোর্টস রিপোর্টার ॥ নির্ধারিত ওভারে এখন বাংলাদেশ পুরুষ ও মহিলা ক্রিকেট দলের অধিনায়ক দুই পেসার। পুরুষ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মহিলা দলের অধিনায়ক জাহানারা আলম। বিসিবি-রবি ‘ফাস্ট বোলার হান্ট’ নামে পেসার খোঁজার কার্যক্রম হাতে নিয়েছে। তাতে করে মাশরাফি-জাহানারাদের মতো পেসার খোঁজা হচ্ছে। ১২ জন পেসার খুঁজে বের করা হবে। ১০ জন পুরুষ পেসার ও ২ জন মহিলা পেসার নেয়া হবে। এ ১২ জন নিজের নামটি যুক্ত করতে এরই মধ্যে নাকি ৩৫ হাজার তরুণ-তরুণী ইচ্ছা প্রকাশ করেছে! একটা সময় পেসারদের অভাবে হাহাকারে পুড়তে হয়েছে বাংলাদেশকে। সেই সময়টা পেছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের মতো পেসাররা। এদের মধ্যে রুবেল-শফিউল উঠে এসেছেন তৃণমূল থেকে পেস বোলিং প্রতিভা খুঁজে বের করার আয়োজন থেকে। সেই সাফল্যের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোবাইল অপারেটর রবি’কে সঙ্গে নিয়ে একঝাঁক পেসার খোঁজার আয়োজনে নেমে পড়েছে আরেকবার। মঙ্গলবার বিসিবি ও রবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় সব তথ্য। ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে নিবন্ধন প্রক্রিয়া। এরপর ১৭ জানুয়ারি থেকে দেশের ১৬টি স্থানে শুরু হবে মূল কার্যক্রম। গতি, বোলারের ফিটনেস পর্যবেক্ষণ করে তুলে আনা হবে ১২ জন ( ১০ ছেলে ও দুই মেয়ে) সেরা বোলারকে। এরপর তাদর হাই-পারফর্মেন্স ইউনিটের অধীনে দেয়া হবে উচ্চতর প্রশিক্ষণ। এই প্রক্রিয়ায় আরও এক ঝাঁক পেসারকে জাতীয় দলের পাইপলাইনে আনা যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা। ফলে পেসার শঙ্কট কাটিয়ে বাংলাদেশের সাফল্যের পথ আরও বিস্তর হবে। সংবাদ সম্মেলনে বিসিবির হয়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুব আনান, বিপণন ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। রবির হয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দীন।
×