ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় কলেজ ছাত্রকে নির্যাতন ॥ ইনচার্জ ক্লোজ

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ জানুয়ারি ২০১৬

খুলনায় কলেজ ছাত্রকে নির্যাতন ॥ ইনচার্জ ক্লোজ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর দৌলতপুরে কলেজছাত্র ইমরান হোসেনকে (১৭) নির্যাতনের ঘটনায় কার্তিককুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হামিদকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। একই সঙ্গে দোষী অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করা হয়। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আব্দুল্লাহ আরেফ এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত ৫ জানুয়ারি রাতে খুলনার খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ইমরান হোসেনকে কার্তিককুল পুলিশ ক্যাম্পে নিয়ে ৭ পুলিশ সদস্য নির্যাতন করে। ক্যাম্পের মেঝেতে ফেলে তার পায়ের পাতা ও হাঁটুতে আঘাত করা হয়। প্রায় তিন ঘণ্টা নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে থানায় হস্তান্তর করা হয় ও পরে সেখান থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কলেজছাত্র ইমরানের বাবা জামাল হোসেন গত শুক্রবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়ে দোষী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন। তিনি জানান, বিনা কারণে তার ছেলেকে নির্যাতন করা হয়েছে। এই ঘটনা কাউকে না বলার জন্য তার ছেলেকে হুমকিও দেয়া হয়েছে। পুলিশের আচরণে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছে।
×