ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ড. দিলীপ কুমার সাহা পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক নিযুক্ত

প্রকাশিত: ০৬:২৩, ১৩ জানুয়ারি ২০১৬

ড. দিলীপ কুমার সাহা পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক নিযুক্ত

স্টাফ রিপোর্টার ॥ ড. দিলীপ কুমার সাহা পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার পরিচালক নিযুক্ত হয়েছেন। নিযুক্ত হওয়ার পর তিনি ওই পদে যোগদানও করেছেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের বৈজ্ঞানিক তথ্য বিভাগ, ভৌত বিজ্ঞান বিভাগ এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। ড. সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রী অর্জনের পর ১৯৮৩ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। ১৯৮৮ সনে আমেরিকার আরগন ন্যাশনাল ল্যাবরেটরি ও ফ্লোরিডা স্টেট ইউনিভারসিটিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৮৯ সালে মনবুশো বৃত্তি নিয়ে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং ১৯৯৪ সাল পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৫ হতে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি জাপানে নিডো পোস্ট-ডক্টরাল ফেলোশিপে ন্যানোটেকনোলজির ওপর গবেষণা করেন। ২০০৩ সনে তিনি পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় মডার্ন এক্সআরডি ল্যাবরেটরী স্থাপন করেন। তিনি বাংলাদেশে এক্সআরডির একজন প্রধান বিশেষজ্ঞ এবং এক্সআরডি ও ন্যানোটেকনোলজির উপর গবেষণা করছেন। তিনি ৩ বছর এডিপি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত তার দেশী ও বিদেশী জার্নালে মোট ১৩৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং জাপানে ন্যানোটেকনোলজির ওপর একটি প্যাটেন্ট হয়েছে। তিনি ঢাকা জেলার ধামরাই থানার বাউখন্ড গ্রামের অধিবাসী।
×