ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনা ও নীলফামারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৬:২২, ১৩ জানুয়ারি ২০১৬

খুলনা ও নীলফামারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণ  সমাপনী  কুচকাওয়াজ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) এবং রিমাউন্ট ভেটেরিনারি এ্যান্ড ফার্ম কোরের (আরভিএফসি) রিক্রুটদের (ব্যাচ ১৫) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার এ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ৩০ মহিলা রিক্রুটসহ মোট এক শ’ ১১ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল এসএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে রিক্রুট শাহাবুল ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট ছৈয়দুল আমিন দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল এ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের রিক্রুটদের (২০১৫ রিক্রুট ব্যাচ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ইএমই সেন্টার এ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এ কুচকাওয়াজের মাধ্যমে ৩০ মহিলা রিক্রুটসহ সর্বমোট এক শ’ ৬ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। Ñআইএসপিআর
×