ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনা লাইসেন্সে হান্টার-ক্রাউন যমুনার বাবুলসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৫:৩৮, ১৩ জানুয়ারি ২০১৬

বিনা লাইসেন্সে হান্টার-ক্রাউন যমুনার বাবুলসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

কোর্ট রিপোর্টার ॥ বিনা লাইসেন্সে যমুনা গ্রুপের হান্টার ও ক্রাউন কোমলপানীয় উৎপাদনের মামলায় গ্রুপটির চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার চার্জ গঠন করে ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। অন্য আসামিরা হলেন ক্রাউন বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক শামীমুল ইসলাম, পরিচালক নুরুল ইসলাম বাবুল ও সালমা ইসলাম এবং মহাব্যবস্থাপক মোঃ সুরোজ রহমান শেখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোঃ আজাদুল ইসলাম ছালাম ২০০৪ সালের ৮ মার্চ গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন। ওই বছর ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহিদ হোসেন মোল্লা আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর আসামিরা রিট আবেদন করলে ২০০৪ সালের ২৮ আগস্ট হাইকোর্ট মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করেন। সম্প্রতি হাইকোর্ট আসামিপক্ষের রিট খারিজ করায় নিম্ন আদালতে বিচার শুরু হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, অধিদফতরের লাইসেন্স ছাড়া হান্টার ও ক্রাউন নামে দুটি বেভারেজ উৎপাদন করে ক্রাউন বেভারেজ, যা কার্যত বিয়ার।
×