ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকারের উন্নয়ন কাজে বিএনপিসহ সবার সহযোগিতা চাই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৮, ১৩ জানুয়ারি ২০১৬

সরকারের উন্নয়ন কাজে বিএনপিসহ সবার সহযোগিতা চাই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্য বিএনপিসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, খালেদার জিয়ার নেতৃত্বাধীন বিএনপির জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের রাজনীতি পরিহার করা উচিত। তারা যদি সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে তাহলে দেশে একটি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহম্মেদ চৌধুরী মিলনায়তনে স্বামী বিবেকানন্দের ১৫৩তম জšে§াৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ বক্তব্য রাখেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, জনগণ ভোটের মাধ্যমে নির্ধারিত সময়ে সরকার গঠন ও পরিবর্তন করে। আর একটি নির্বাচিত সরকারকে দেশ ও জনগণের স্বার্থে সবার সহযোগিতা করা প্রয়োজন। তিনি বলেন, বিএনপি বা কোন দলের ক্ষতি আমরা চাই না। তবে আমরা চাই সরকারের উন্নয়নমূলক কাজে সবাই সহযোগিতা করুক। মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অবকাঠামো উন্নয়নসহ সবক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রদূত হিসেবে কাজ করছেন। তাই ধারাবাহিকভাবে দেশ শাসনের জন্য শেখ হাসিনাকে সহযোগিতা করা উচিত। মোহাম্মদ নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তার কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। ১৯৯৬ সালের ক্ষমতায় এসে একটি গুলি না খরচ করে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে শান্তিময় পরিস্থিতি বিরাজ করছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দের স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দের প্রথাগত ধর্মের বন্ধনে মানুষকে আবদ্ধ না রেখে মুক্ত করতে চেয়েছিলেন, ধর্মের অন্তর্নিহিত যে মানবিকতা এবং সেবার আদর্শ, তাকেই উর্ধে তুলে ধরতে চেয়েছিলেন? মানুষের আত্মবিশ্বাসকে জাগরিত করতে চেয়েছিলেন?
×