ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩০৯ রান সহজে তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০০:১৫, ১২ জানুয়ারি ২০১৬

৩০৯ রান সহজে তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক॥ অস্ট্রেলিয়ার টিমে অধিকাংশ খেলোয়াড় নবাগত। আাবর দুইজন খেলোয়াড়ের অভিষেক হয়েছে আজ ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে। তার উপর পার্থের মত পিচে ভারত করেছে ৩০৯ রান। বিরাট একটা চাপ নিয়ে ৩১০ রানের লক্ষে খেলতে নামে অস্ট্রেলিয়া। তারপর আবার চাপে পড়ে মাত্র ২১ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই দুই উইকেট আবার নিয়েছেন ভারতের নবাগত বারিন্দর স্রান। অস্ট্রেরিয়া দারুন এক চাপে। সেই চাপ থেতে কিভাবে বেরিয়ে আসতে হয় তা দেখালেন অধিনায়ক স্মিথ ও মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান বেইলী। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান করলেন ২৪২ রানের জুটি। বেইলী সেঞ্চুরি করে বিদায় নিলেন ভারতের স্পিন যাদুগর অশ্বিন এর বোলে। কিন্তু ততক্ষনে দলের রান পৌঁছে গেছে ২৬৩ তে। কিন্তু তার পরে আবার অশ্বিনের আঘাত এবার আউট করলেন মেক্সওয়েলকে। দুজনাই বাউন্ডারী লাইনে ধরা পড়ায় অধিনায়ক স্মিথ উপলব্দি করলেন বড় নয় ছোট ছোট শর্ট নিয়ে খেলতে হবে। তাড়াহুড়োর কোন প্রয়োজন নেই। তাই করলেন। পঞ্চম উইকেট জুটিতে মার্শকে নিয়ে করলেন ৩৫ রানের জুটি। টিম জিতলো ৫ উইকেটে। অধিনায়ক স্মিথ ১৪৮ রানে রানে যখন সেই নবাগত বোলার স্রানের বলে আউট হলেন তখন অস্ট্রেলিয়া জয় থেকে মাত্র ২ রান দুরে। হাতে চার বল বাকি থাকতে পৌঁছে গেলেন জয়েল দ্বারপ্রান্তে। পার্থের মাঠে এক অবিশ্বরনিয় জয় ফেল অস্ট্রেলিয়া।
×