ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় উত্তেজনা ॥ শহরে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ২২:১৬, ১২ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় উত্তেজনা ॥ শহরে বিজিবি মোতায়েন

ষ্টাফ রির্পোটার, ব্রাক্ষনবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কেনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র ও ব্যাবসায়ী - ছাত্রলীগের মধ্যে গত সোমবার রাতের চার ঘন্টা ব্যাপী ত্রিমুখী সংঘষের্র ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। নিহত হাফেজ মাসুদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনিছিয়া মাদ্রাসার ছাত্র। তার সহপাঠীদের অভিযোগ গত রাতে পুলিশ তালা ভেঙ্গে মাদ্রাসার প্রবেশ করে ছাত্রদের উপর হামলা করে। এসময় পুলিশের গুলিতে বেশ কয়েক জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত হাফেজ মাসুদুর রহমানকে সদর হাসপাতালে নেওয়া হলে সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ স্বীকার করেছে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ আজকের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাকে অপসরন দাবী করেন এবং এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে হরতাল আহব্বান
×