ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও পৌরসভার স্থগিতকৃত ৩টি কেন্দ্রের নির্বাচন চলছে

প্রকাশিত: ১৯:৫২, ১২ জানুয়ারি ২০১৬; আপডেট: ০১:১৯, ২৯ জুন ২০২২

ঠাকুরগাঁও পৌরসভার স্থগিতকৃত ৩টি কেন্দ্রের নির্বাচন চলছে

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাও পৌরসভার স্থগিতকৃত ৩টি কেন্দ্রের নির্বাচন আজ সকাল ৮টায় শুরু হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে ঠাকুরগাও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাও পলিটেকনিক ইনস্টিটিউট ও গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ৩টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৬ হাজার ৩ শ’ ৬১। ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী মেজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তার সাথে পুলিশ, বিজিবি, র‌্যাব, এপিবিএন ও আনসার রাখা হয়েছে। রয়েছে ভ্রাম্যমান টহল দলও। সকাল থেকেই ব্যাপক ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। ভোটারের আগ্রহের কোন কমতি দেখা যায়নি। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই ৩টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রিটার্নিং অফিসার ফজলে রাব্বি জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। আওয়ামীলীগ ও বিএনপি মেয়র প্রার্থীরাও কোন অভিযোগ করেননি।

×