ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরব ও ইরানকে শান্ত হওয়ার আহবান চীনের

প্রকাশিত: ১৮:৫৭, ১২ জানুয়ারি ২০১৬

সৌদি আরব ও ইরানকে শান্ত হওয়ার আহবান চীনের

অনলাইন ডেস্ক‍॥ চীনের এক কূটনীতিক সৌদি আরব ও ইরানকে ‘শান্ত হওয়ার এবং ধৈর্য্য ধরার’ আহবান জানিয়েছেন। এ দু’দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে গত সপ্তাহে দেশ দু’টি সফরকালে তিনি এ আহবান জানান। সোমবার চীন সরকার একথা জানায়। শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদন্ড কার্যকর করাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ এবং তেহরানে সৌদি দূতাবাসে এ মাসের গোড়ার দিকে আগুন ধরিয়ে দেয়ার পর সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। শিয়া ও সুন্নি অনুসারি এ দুই শক্তির মধ্যে উত্তেজনা কেবলমাত্র মধ্যপ্রাচ্যে নয়, সারা মুসলিম বিশ্বে এর প্রভাব পড়েছে। এ ঘটনা সিরিয়া ও ইয়েমেনের সংঘাত নিরসনের প্রচেষ্টাকে আরো জটিল করে তুলছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া পৃথক বিবৃতিতে বলা হয়, চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী ঝাং মিং গত সপ্তাহে ইরান ও সৌদি আরব সফরকালে উভয় দেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব সফরকালে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধরার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ প্রচেষ্টা চালানোর কথা বলেন। বিবৃতিতে বলা হয়, ইরান সফরকালেও তিনি একই ধরণের কথা বলেন। তেহরানে তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সকল পক্ষকে একসঙ্গে কাজ করার কথা বলেন। উল্লেখ্য, চীন তাদের তেল সরবরাহের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করে থাকলেও এ অঞ্চলের কূটনীতি ও অন্যান্য বিরোধের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল। তবে সাম্প্রতিককালে এ অঞ্চলে বিশেষ করে সিরিয়া সংকটের ব্যাপারে তাদের ভূমিকা জোরদার করতে শুরু করেছে।
×