ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সঙ্গে বৈঠক হচ্ছে না

প্রকাশিত: ০৬:৪১, ১২ জানুয়ারি ২০১৬

পাকিস্তানের সঙ্গে বৈঠক হচ্ছে না

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সোমবার বলেছেন, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে কোন আলোচনা অনুষ্ঠিত হবে না এবং যদি পাকিস্তান ভারতের বিমানবাহিনীর পাঠানকোটের ঘাঁটিতে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কেবল তা হলেই ভারত কথা বলবে। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার দেশের সঙ্গে পাঠানকোট ঘাঁটি হামলাকারীদের কথিত যোগাযোগ নিয়ে তদন্ত করার জন্য এক যৌথ তদন্ত টিম (জেআইটি) গঠন করতে গোয়েন্দা ব্যুরোকে (আইনি) নির্দেশ দিয়েছেন। খবর হিন্দু এনজিটিভি, জিনিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনের। জানা যায়, এএনআই নিউজ সার্ভিসের কাছে মন্তব্যকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসআই) দোভাল ঐ আলোচনার কোন তারিখ নিশ্চিত করা হয়নি বলে ব্যাখ্যা দেন। কিন্তু তিনি সোমবার এনডিটিভি নিউজ চ্যানেলের সঙ্গে আলাপকালে এ কথাও বলেন যে, যদি পাকিস্তান পাঠানকোটে সংঘটিত সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কেবল তাহলেই আলোচনা হবে। দুটি দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হয়। ভারত সরকারীভাবে ঐ আলোচনা বাতিল করেনি। এটি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা বলে পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ দাবি করেন। তবে দোভাল আলোচনার কোন তারিখ স্থির হয়নি বলে জোর দিয়ে উল্লেখ করেন। হিন্দি পত্রিকা দৈনিক ভাস্করে দোভালের এক সাক্ষাতকার প্রকাশিত হলে এনএসএ ও প্রধানমন্ত্রীর দফতর থেকে ব্যাখ্যা দেয়া হয়। ঐ সাক্ষাতকারে দোভাল আলোচনা বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন বলে জানানো হয়। সাক্ষাতকারে দোভাল বলেন, আমাদের কেবল এক নীতিই রয়েছে। যে পর্যন্ত না পাকিস্তান পাঠানকোট হামলাকারীদের বিষয়ে ব্যবস্থা নেয় এবং ভারত সন্তষ্ট না হয়, সেই পর্যন্ত কোন শান্তি আলোচনা হবে না। সেজন্যই আমরা ১৫ জানুয়ারি লাহোরে অনুষ্ঠেয় পাক-ভারত সচিব পর্যায়ের আলোচনা বাতিল করেছি। পাকিস্তান ব্যবস্থা নেয়ার আগে এখন কোন আলোচনা নয়। এনএসএ’র এরূপ কোন সাক্ষাতকার দেয়ার কথা প্রধানমন্ত্রীর দফতর থেকে অস্বীকার করা হয়। তবে দৈনিক ভাস্করের ওয়েবসাইটে সাক্ষাতকারের আলোচনা সম্পর্কিত অংশটির ক্লিপ আপলোড করে। এদিকে, কয়েকদিন আগে নওয়াজ শরীফের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে পাকিস্তানের সঙ্গে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলাকারীদের কথিত সম্পর্কের বিষয়ে তদন্ত করতে একটি জেআইটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। আইবি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ও মিলিটারি ইন্টেলিজেন্সের (এমআই) কর্মকর্তারা জেআইটিতে থাকবেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে বলা হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাঠানকোট ঘটনা সম্পূর্ণভাবে উদ্ঘাটিত করতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি এ বিষয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল রাহিল শরীফের কথা বলেছেন এবং তাকে জেআইটি গঠনের সিদ্ধান্ত অবহিত করেছেন। সূত্রে আরও বলা হয়, ঐ তদন্ত পাকিস্তান-ভারত সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে এবং দুটি প্রতিবেশী দেশের মধ্যকার আলোচনায় অচলাবস্থা দূর করতে প্রধানমন্ত্রীর জন্য এক বড় পরীক্ষাই হবে। নয়াদিল্লী পাকিস্তানের সঙ্গে পাঠানকোট হামলাকারীদের কথিত সম্পর্কের কিছু আলামত ইসলামাবাদকে দিয়েছে। জানা যায়, এর মধ্যে হামলাকরীদের নির্দেশদাতাদের কিছু ভয়েস রেকর্ডিং এবং সেলুলার কোন নম্বরও রয়েছে। এসব নির্দেশদাতা পাকিস্তানে রয়েছে বলে অভিযোগ করা হয়। নওয়াজ শরীফ তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদিকে পাকিস্তান ঐ ঘটনায় তদন্ত করে এর ফলাফল প্রকাশ করবে বলে আশ্বাস দিয়েছেন।
×