ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৩৮, ১২ জানুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ১৭. ব্যবস্থাপককে কত ধরনের আন্তঃব্যক্তিক ভূমিকা পালন করতে হয়? ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬ ১৮. মানবসম্পদ ব্যবস্থাপনা কী? ক) কর্মীকে প্রেষণাদান খ) কর্মীর কাজ নিয়ন্ত্রণ করা গ) কর্মীসংস্থান করা ঘ) কর্মীকে নির্দেশনা দেয়া ১৯. আদর্শমানের তারতম্য দেখা দেয় কী অনুসারে? ক) কার্যের প্রকৃতি খ) কার্যের পরিমাণ গ) কার্যের সম্ভাব্য মুনাফা ঘ) কার্যের খরচ ২০. নিম্নের কোন সংগঠনকে সামরিক সংগঠনের সঙ্গে তুলনা করা হয়? ক) সরলরৈখিক সংগঠন খ) সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন গ) কার্যভিত্তিক সংগঠন ঘ) মেট্রিক্স সংগঠন ২১. কীসের মাধ্যমে কর্মীদের কাজের প্রতি উৎসাহিত রাকা যায়? ক) যথাযথ পুরস্কার খ) দক্ষ ব্যবস্থাপনা গ) কার্যকর নিয়ন্ত্রণ ঘ) যোগ্য নেতৃত্ব ২২. ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় কেন? ক) সমাজ ব্যবস্থার উন্নতি সাধন করে বলে খ) সামাজিক সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করে বলে গ) সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য কাজ করে বলে ঘ) সর্বজনীন গ্রহণযোগ্য প্রক্রিয়া বলে ২৩. অন্যদের দ্বারা কাজ করিয়ে নেয়াকে কী বলা হয়? ক) বিপণন খ) বিজ্ঞাপন গ) বৈসাদৃশ্যতা ঘ) ব্যবস্থাপনা ২৪. একজন তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনার যে স্তরে অবস্থান করেন তা হচ্ছে- র. উচ্চস্তর রর. মধ্যস্তর ররর. নিম্নস্তর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২৫. পরিকল্পনা স্তরে প্রতিষ্ঠানের- র. নীতিমালা প্রণীত হয় রর. পরিকল্পনা প্রণীত হয় ররর. পরিকল্পনা বাস্তবায়িত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. কর্মীসংস্থান প্রক্রিয়ায় কর্মী সংগ্রহের পরবর্তী কাজ কোনটি? ক) কর্মী নির্বাচন খ) কর্মী নিয়োগ গ) প্রশিক্ষণ ঘ) পদোন্নতি ২৭. সবুজ একটি প্রতিষ্ঠানের সকল কাজের তদারকি করে। তার সম্পাদিত কাজটির নাম কী? ক) পরিকল্পনা খ) বাস্তবায়ন গ) নতুনত্ব প্রণয়ন ঘ) প্রতিষ্ঠান পরিচালনা ২৮. কারা প্রতিষ্ঠানের সমন্বয়সাধন করেন? ক) মধ্যস্ত নির্বাহী খ) ঊর্ধ্বতন নির্বাহী গ) সুপারভাইজার ঘ) নিম্নস্তরের নির্বাহী ২৯. নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় আদর্শমানের সঙ্গে প্রকৃত কার্যফল তুলনার পর করণীয় কী? ক) আদর্শমান মূল্যায়ন খ) বিচ্যুতি মূল্যায়ন গ) নতুন পরিকল্পনা গ্রহণ ঘ) সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ ৩০. হেনরি ফেয়ল ব্যবস্থাপনার কয়টি কাজ নির্দিষ্ট করেন? ক) ৫ খ) ৬ গ) ৭ ঘ) ৮ ৩১. ইশতিয়াক আহমেদ তার প্রতিষ্ঠানের ক্রমাগত ধারাবাহিক কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে একটি পরিকল্পনা শেষ হবার পূর্বেই অন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি এখানে কোনটি অনুষরণ করেছেন? ক) সমতা রক্ষা খ) নমনীয়তা গ) গ্রহণযোগ্যতা ঘ) নিরবচ্ছিন্নতা ৩২. প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলাতে কোন নীতির অনুসরণ করা উচিত? ক) উদ্দেশ্য খ) ভারসাম্য গ) সাম্যতা ঘ) নমনীয়তা ৩৩. নেতৃত্বের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় হলো- র. নেতা রর. অনুসারী ররর. পরিস্থিতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. একজন প্রধান ও একটি নির্দেশনা- এটি কোন নীতিমালার বক্তব্য? ক) কর্তৃত্ব ও দায়িত্ব খ) শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা গ) আদেশের ঐক্য ঘ) নির্দেশনার ঐক্য ৩৫. ব্যক্তিত্ব পরীক্ষা যাচাই করা হয় কোনটির মাধ্যমে? ক) কাজের প্রতি আগ্রহ খ) কার্য দক্ষতা গ) আবেগ-অনুভূতি ঘ) চিন্তার গভীরতা ৩৬. শ্রমিক সংঘের অস্তিত্ব বিদ্যমান- র. বৃহদায়তন প্রতিষ্ঠানে রর. ক্ষুদ্র প্রতিষ্ঠানে ররর. মাঝারি প্রতিষ্ঠানে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. নেতৃত্ব কী? ক) নেতার কর্মকৌশল খ) নেতার গুণাবলী গ) নেতার কাজ করার ক্ষমতা ঘ) নেতার ধৈর্য ৩৮. কোনটি সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে? ক) শিক্ষাব্যবস্থা খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ) ব্যবসায়িক কার্যক্রম ঘ) সামাজিক কার্যক্রম ৩৯. ইংরেজী ‘খবধফবৎংযরঢ়’ শব্দটির বাংলা অর্থ কী? ক) নেতা খ) নেতৃত্ব গ) নির্দেশনা ঘ) পরামর্শমূলক নির্দেশনা ৪০. নিচের কোনটি সমন্বয় সাধনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে? ক) জটিল সংগঠন কাঠামো খ) সমন্বিত উদ্দেশ্য গ) অকার্যকর যোগাযোগ ঘ) নমনীয়তা ৪১. কর্মীদের অভাববোধ থেকে যে উদ্বেগের সৃষ্টি হয় তার পরিসমাপ্তি ঘটে কীভাবে? র. লক্ষ্য পূরণের মধ্য দিয়ে রর. অভাব পূরণের মধ্য দিয়ে ররর. সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪২. সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে কোন সমস্যাটি দেখা দেয়? ক) উত্তম তত্ত্বাবধান খ) দক্ষতা হ্রাস গ) সম্পদের সুষ্ঠ ব্যবহার ঘ) সহজ সংগঠন ৪৩. কাদেরকে শারীরিক ও মানসিক উভয় প্রকার শ্রম দিতে হয়? ক) প্রশাসক খ) ব্যবস্থাপক গ) কর্মী নির্বাহী ঘ) সংগঠক ৪৪. প্রতিষ্ঠানের মখ্য নির্বাহী কর্মকর্তা জনাব রহমান বিপণন বিভাগে জনবল কম থাকায় অতিরিক্ত ৩ জন কর্মী নিয়োগ করেন। তার এ প্রক্রিয়াটি হলো- র. ভারসাম্যকারী প্রক্রিয়া রর. একীভূতকারী প্রক্রিয়া ররর. সমন্বয় প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. কোন ব্যবস্থাপনা বিশারদ প্রকৌশলী ও শিল্পপতি ছিলেন? ক) হেনরি ফেওল খ) এফ ডব্লিউ টেইলর গ) মেরী পার্কারাফলেট ঘ) এডাম স্মিথ ৪৬. সংগঠন কাঠামো প্রণয়নে বিবেচ্য বিষয়- র. নমনীয়তা রর. সরলতা ররর. ব্যয় সঙ্কোচন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) কোনটিই নয় ৪৭. নিচের কোনটি মৌখিক ও লিখিত যোগাযোগের মাধ্যম? ক) চিঠি খ) পত্রিকা গ) কথোপকথন ঘ) মোবাইল ৪৮. নিচের কোনটি সমন্বয়ের কাজকে সহজ করে? ক) উত্তম যোগাযোগ খ) পরামর্শমূলক নির্দেশনা গ) গণতান্ত্রিক নেতৃত্ব ঘ) বাজেটীয় নিয়ন্ত্রণ উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মি. রফিক তার প্রতিষ্ঠানের কর্মীদের কাজের দায়িত্ব এমনভাবে ভাগ করেছেন, যাতে প্রতেক্যেই একই কাজ বার বার করতে পারে। এতে কর্মীরাও সহজেই তাদের ঊর্ধ্বতন ও অধস্তন সম্পর্কে জানতে পারছে। ফলে মি. রফিকের প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নও সহজ হয়। ৪৯. ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী কয়টি? ক) কাজে সমতা খ) বিশেষায়ন গ) সহজ কার্য বিভাজন ঘ) সঠিক তত্ত্বাবধান ৫০. দ্বাদশ শ্রেণীর ছাত্র রেজাউল করিম তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করে। রেজাউল করিমের নিকট এ ইন্টারনেট ব্যবহার গুরুত্বপূর্ণ কারণ- র. শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা যায় রর. গবেষণা ক্ষেত্রে ব্যবহার করা যায় ররর. জুয়া খেলার জন্য ব্যবহার করা যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (ঘ) ২. (গ) ৩. (গ) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (খ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (খ) ১২. (ক) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (ক) ২০. (ক) ২১. (ঘ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (গ) ২৫. (ক) ২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (ক) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (গ)
×