ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুনঃনির্বাচন ॥ আগামীকাল মাধবদীতে ব্যাংক বন্ধ থাকবে

প্রকাশিত: ০২:৪৭, ১১ জানুয়ারি ২০১৬

পুনঃনির্বাচন ॥ আগামীকাল মাধবদীতে ব্যাংক বন্ধ থাকবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুনঃনির্বাচন উপলক্ষে নরসিংদী জেলার মাধবদী পৌর এলাকায় অবস্থিত তফসিলী ব্যাংকের সকল শাখা আগামীকাল মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামীকাল মাধবদী পৌরসভার পুনঃনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৩০ ডিসেম্বর দেশজুড়ে পৌর নির্বাচনের দিন ভোট গ্রহণের সময় কিছু দুর্বৃত্ত গুলি করে ও বোমা ফাটিয়ে মাধবদী মহাবিদ্যালয়, ফজলুল করিম মাস্টার কিন্ডারগার্টেন স্কুল, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালির চর ইবতেদায়ি মাদ্রাসা, উইজডম প্রিপারেটরি স্কুল ও নূরে আলম ভূঁইয়া কিন্ডারগার্টেন ভোট কেন্দ্র দখল করে নেয়। এর মধ্যে কয়েকটি কেন্দ্রের ব্যালট পেপার ছিনিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে এই ছয়টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করে দেন। বাকি ছয়টি কেন্দ্রেও ব্যাপক অনিয়ম হয় বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ পৌরসভার নির্বাচন স্থগিত করে দেয়।
×