ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানদের দুর্দান্ত জয় ॥ শাহজাদের শতক

প্রকাশিত: ১৯:৪৪, ১১ জানুয়ারি ২০১৬

আফগানদের দুর্দান্ত জয় ॥ শাহজাদের শতক

অনলাইন ডেস্ক॥ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচটিতেও হেরেছে জিম্বাবুয়ে। গতকাল রাতে অনুষ্ঠিত শেষ ম্যাচে শাহজাদের সেঞ্চুরির সুবাদে আফগানস্তান ৮১ রানে হারিয়েছেন জিম্বাবয়েকে। এর আগে ওয়ানডে সিরিজেও হেরে যায় দলটি। সেখানে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করার কারনে পাঁচ ম্যাচ সিরিজে ৩-২ ম্যাচে হারে জিম্বাবুয়ে। আর টি-২০ দুই ম্যাচেই জিতে নেয় আফগানস্তান। দারুণ ফর্মে থাকা শাহজাদের ঝড়ো সেঞ্চুরি প্রথম ইনিংসেই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬৭ বলে অপরাজিত ১১৮ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। আফগানিস্তানের হয়ে কোনো ব্যাটসম্যানের এটি প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে আফগানদের সেরা সাত ইনিংসেই ছয়টিই খেলেছেন শাহজাদ! সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এটি দ্বিতীয় সেঞ্চুরি। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে শতক করেছিলেন স্কটল্যান্ডে রিচি বেরিংটন (১০০)। ইনিংস জুড়ে শাহজাদের ব্যাটিং তাণ্ডবে অন্য প্রান্তে খুব বেশি কিছু করার প্রয়োজন হয়নি। ১২ বলে ২২ করেছেন মোহাম্মদ নবি; ১২ বলে ১৮ অধিনায়ক আসগর স্টানিকজাই। ৫২ বলে শতরান ছুঁয়েছিলেন শাহজাদ; শেষ পর্যন্ত ১০ চার ও ৮ ছক্কায় ৬৭ বলে অপরাজিত ১১৮। সব দেশ মিলিয়েও এটি চতুর্থ সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংস। এই ইনিংসের পথেই সহযোগী দেশগুলোর প্রথম ব্যাটসম্যান হিসেবে শাহজাদ স্পর্শ করেন টি-টোয়েন্টিতে ১ হাজার রান। ২১৬ রানের পাহাড়সম লক্ষ্য এমনিতেই জিম্বাবুয়ের জন্য ছিল দুরূহ। রান তাড়ায় ম্যাচ থেক ছিটকে পড়ে তারা প্রথম ৬ ওভারেই; ৩৪ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট! ফর্মে থাকা হ্যামিল্টন মাসাকাদজার আরেকটি অর্ধশতকে হারের ব্যবধান আরও বিব্রতকর কিছু হয়নি। ৪৪ বলে ৬৩ করেছেন মাসাকাদজা, ৩২ বলে ৩৫ পিটার মুর। দু অঙ্ক ছুঁয়েছেন আর কেবল টেন্ডাই চিসোরো (১০)। জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১১ বল বাকি থাকতেই। দুর্দান্ত জয়ে তুমুল গতিতে এগিয়ে চলার আরেকটি প্রমাণ রাখল আফগানিস্তান। আর বাংলাদেশে আসার আগে তলানিতে জিম্বাবুইয়ানদের মনোবল।
×