ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা, আফজাল এইচ চৌধুরী ও আলাউদ্দিন আলী

প্রকাশিত: ২১:৩৫, ৯ জানুয়ারি ২০১৬

আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা, আফজাল এইচ চৌধুরী ও আলাউদ্দিন আলী

স্টাফ রিপোর্টার ॥ দ্য ডেইলি স্টার ও স্টান্ডার্ড চার্টাড ব্যাংক আয়োজিত সেলিব্রেটিং লাইফ ২০১৫’র পুরষ্কার প্রদান অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল রবিবার বিকের ৫টায়। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন চিত্রনায়িকা ববিতা, চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী ও সুরস্রষ্টা আলাউদ্দিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে ববিতা বলেন, সব সম্মাননাই আনন্দের। আজীবন সম্মাননা পাওয়া মানেই জীবনের থেমে থাকা নয়। আমার আরও অনেক কাজ বাকী রয়েছে। ডেইলিস্টার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে যথাযথভাবে সম্মাননা দিচ্ছেন। আমার জীবন ও কর্ম সম্পর্কে একটি তথ্যচিত্রও তারা নির্মাণ করেছেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন ও ব্যা-দল ‘চিরকুট’। উল্লেখ্য ববিতা গেলো সপ্তাহে কানাডা থেকে দেশে ফিরেছেন। সেখানে তিনি একমাসেরও বেশি সময় একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন। মিতার ‘আলোর মিছিল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে ববিতা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরপর তিনি মোহসীনের ‘বাদী থেকে বেগম’ এবং আমজাদ হোসেনের ‘নয়ন মনি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যও একই সম্মাননায় ভূষিত হন। টানা তিনবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে তিনি হ্যাট্রিক করেছিলেন। এরপর আরো বেশ কয়েকবার তিনি একই পুরস্কার অর্জন করেন।
×