ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন আঙ্গিকে ‘সোনাই মাধব’ নাটকের মঞ্চায়ন কাল

প্রকাশিত: ২৩:১১, ৮ জানুয়ারি ২০১৬

নতুন আঙ্গিকে ‘সোনাই মাধব’ নাটকের মঞ্চায়ন কাল

স্টাফ রিপোর্টার ॥ নতুন আঙ্গিকে আবারও মঞ্চে ‘সোনাই মাধব’। লোক নাট্যদলের দর্শক নন্দিত প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’। দীর্ঘ বিরতীর পর লোক নাট্যদল নতুন আঙ্গিকে আবারও মঞ্চে এনেছে এই নাটকটি। ১৯৯৩ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে, তখন এই নাটকের নারী চরিত্রগুলিতে ছেলেরা অভিনয় করত কিন্তু নতুন আঙ্গিকে এবার ‘সোনাই মাধব’ নাটকটিতে নারী চরিত্রগুলিতে নারীরাই অভিনয় করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটাল হলে আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথমবারের মত দর্শকদের জন্য নাটকটির প্রদর্শনী হবে। নাটকটি পরিকল্পনা, নির্দেশনা ও সঙ্গীত পরিচালনা, কিছু গানের সুর ও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন লোক নাট্যদলের অধিকর্তা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাটকে ব্যবহৃত কিছু গানের সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী।নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকসানা আক্তার রূপসা, জাহিদুল কবির লিটন, লিয়াকত আলী লাকী, রহিমা খাতুন নীলা, উম্মে মরিয়ম রুমা, কিশোয়ার জাহান, মোমিন মিয়া, সূচিত্রা রানী সূত্রধর, আব্দুল্লাহেল রাফি তালুকদার, শায়লা আহমেদ, মাহাবুব তনয়, রওশন হোসেন, মামুন হোসেন, তাল্বিদা আলী মীম, রাবেয়া বস্রী সূচনাও আজমেরী এলাহী নীতি, মূসা রুবেল, মিজানুর রহমান, তাজুল ইসলাম মুন্সি। গ্রন্থিক লিয়াকত আলী লাকী, মোমিন মিয়া, আব্দুল্লাহেল রাফি তালুকদার, মোমিন মিয়া, মো. রওশন হোসেন ও সাদমান তারিফ প্রত্যয়। সঙ্গীত ইয়াসমীন আলী, সাদমান তারিফ প্রত্যয়, মোমিন মিয়া, মো. জাহিদুল কবির লিটন, মো. মনিরুজ্জান, মো. নুরুজ্জামান বাদশা, এ.এফ.এম একরাম হোসেন, জাহাঙ্গীর, মো.কবির হাসান ও মো. রওশন হোসেন।
×