ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:৪১, ৮ জানুয়ারি ২০১৬

ফ্যাশন সংবাদ

বার্ডস আই দেশীয় ফ্যাশন হাউস বার্ডস আই ইংরেজী নববর্ষ উপলক্ষে নিয়ে এসেছে শত শত নতুন ডিজাইনের নান্দনিক ফ্যাশনেবল পোশাক। নববর্ষের আয়োজনে বার্ডস আইয়ে পাওয়া যাবে ফুলহাতা র্টি-শার্ট, ফুলহাতা পলো শার্ট, ক্যাজুয়াল পলো শার্ট, ফুলহাতা হুডি, ম্যাগি হুডি, ফুলহাতা শার্ট ও পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের চারটি শো-রুমে। বার্ডস আইয়ের শো-রুমে সব ধরনের পোশাক সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। যোগাযোগ : বার্ডস আই, ২৬, ৮, ৯ ও ৮৪ (২য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০। ফোন : ০১৯১৫ ০৬৮১৫৩ ব্লেজ চারদিকে জেঁকে বসেছে শীত। সেই ছোঁয়া লেগেছে ফ্যাশন হাউস ব্লেজ-এ। এই শীতে তারুণ্যের পছন্দ মাথায় রেখে ব্লেজ নিয়ে এসেছে ফুলহাতা র্টি-শার্ট, কটি, ডেনিম কটি, ফুলহাতা হুডি, ম্যাগি হুডি, ফুলহাতা শার্ট, জ্যাকেট ইত্যাদি। এসব পোশাক একদিকে যেমন ট্রেন্ডি ও ফ্যাশনেবল, অন্যদিকে এর দামও ক্রয়সীমার মধ্যে। নিজস্ব ডিজাইনে তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে ব্লেজ এর শো-রুমে। যোগাযোগ ব্লেজ, ৪৮ (২য় তলা) আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০ ফোন: ০১৭৭৬৩৭৫০২০ গুলশান শাড়ি মিউজিয়াম গুলশান শাড়ি মিউজিয়াম এ চলছে ব্রাইডাল ফেস্ট। ঐতিহ্যবাহী দেশী বিদেশি বিয়ের পোশাক নিয়ে চলছে এ আয়োজন। এ ব্রাইডাল ফেস্টে বলিউডের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার মানিষ মালোত্রা, ফ্যাশন ডিজাইনার সব্যসাচি মুখার্জি সহ নামকরা ডিজাইনাদের ডিজাইন করা শাড়ি, লেহেঙ্গাসহ নানা ধরনের পোশাক পাওয়া যাবে। এছাড়া হাল আমলের বিয়ের বেনারশি কাতান শাড়ি, ফিউশন ধাচেঁর ডিজাইনার শাড়ি, ডিজাইনার লেহেঙ্গা, বিয়ে কিংবা যে কোন জাকজমক অনুষ্ঠানে পরার জমকালো পার্টি ড্রেস পাওয়া যাবে গুলশান শাড়ি মিউজিয়ামে। বেনারসি বিয়ের শাড়ি, কাতান, রাজশাহী সিল্ক, কাঞ্জিবরন, তসর, খাঁদি, কোটা, ক্রেফ জরী প্রিন্ট, টাঙ্গাইল সিল্ক, ব্যাঙ্গালুর কাতান, সাউথ ইন্ডিয়ান সিল্ক, কাশ্মীরি সিল্ক, শিফন জরী প্রিন্ট, চোশা থেকে শুরু করে পাওয়া যাবে ঢাকাই জামদানি ও তাতেঁর শাড়ি। গুলশান শাড়ি মিউজিয়ামের ব্রাইডাল ফেস্ট একই সাথে চলছে বসুন্ধরা সিটি, মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটির শো-রুমগুলোতে। বিস্তারিত জানতে যোগাযোগ: দোকান নং: ৯৭-১০০, এবং ৭৫-৭৬ ব্লক- সি লেভেল: ৪ বসুন্ধরা সিটি, দোকান নং: ৯, ব্লক: এ, লেন: ৮, মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটি বেসমেন্ট ১। ফোন: ০১৯৮৫৬৩৯৩৩০ টপ টেন টপ টেন ফেব্রিক্স এন্ড টেইলার্স ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা ২০১৬ তে ১৫ নাম্বর প্রমিয়াম প্যাভিলিয়নে। প্রতিদিন যে কোন পরিমান টাকার কেনাকাটা করলেই ক্রেতাদেও দেওয়া হচ্ছে একটি কুপন। আর এই কুপন থেকে প্রতিদিন লাটারির মধ্যমে তিন জন্য বিজয়ীকে দেওয়া হচ্ছে তিনটি আকর্ষণীয় পুরষ্কার। শুধুমাত্র বাণিজ্য মেলা থেকে কেনাকাটা করলেই কেবল পাওয়া যাবে এই অফার। টপ টেন টেইলার্সে স্টলে পাওয়া যাচ্ছে ক্রেতাদের পছন্দের বিশ্বসেরা বিভিন্ন ব্র্যান্ড রেমন্ড, অরবিন্দ, রিড অ্যান্ড টেইলর, মন্টি, সক্টাস, এভারফ্রেস, লিলেন ইত্যাদি পিস কাপড় ও থান কাপড়। আধুনিক ফ্যাশনেবল শার্ট, প্যান্ট, ব্লেজার, স্যুটসহ সব রকম মানানসই পোশাক তৈরির সুযোগও থাকছেই। ফোন: ০১৬১৮৮৮০৫০১ চ্যানেল ২৬ ভিন্নধর্মী সব অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে ২৬ টেলিভিশন মালটিমিডিয়া লিঃ চ্যানেল ২৬। এমন কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সে জল্পনার অবসান হতে যাচ্ছে খুব দ্রুত। দেশের ২৬টি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সম্প্রচার কার্যক্রম চালু হতে যাচ্ছে এ চ্যানেলটির। বিনোদন সবার হাতের মুঠোয় এনে দিতে মুঠো টিভি হিসেবে প্রকাশ পেতে কাজ করে যাচ্ছে চ্যানেল ২৬। টেলিভিশনবিমুখ মানুষদের ব্যতিক্রমধর্মী বিনোদন এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে টেলিভিশনমুখী করতে মানুষের হাতের মুঠোয় চ্যানেল ২৬ এনে দেবে বলে দাবি করেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মুমতাহিন জিয়ন। এ উপলক্ষে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে চ্যানেল ২৬ এর চেয়ারম্যান ড. মোহাম্মদ এ হোসাইন দিপু এবং ম্যানেজিং ডিরেক্টর মুমতাহিন জিয়ন এবং চারুলতা কুটির প্রোডাকশন হাউসের পরিচালক শাওন রহমান। এতে উপস্থিত ছিলেন চ্যানেল ২৬-এর চিফ অপারেটিং পরিচালক এনএল উজ্জ্বল, মার্কেটিং ডিরেক্টর সামীমা নাসরিন, চ্যানেলটির ব্রডকাস্ট ঢ়ৎড়ফযধহ ও পরিচালক ড. এসএম সাব্বির হাসান ও বার্তাপ্রধান নজরুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে ইন্টারন্যাশনাল ম্যানেজিং এডিটর নূর আসকর। এরই মধ্যে চ্যানেলে প্রচারের জন্য মেগা সিরিয়াল নির্মাণ কাজ চলছে। চ্যানেলটি দেখবেনww w.c26.tvww wChannel-26.tv
×