ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় মেয়রসহ ৫৬জন প্রার্থী রায়ের জন্য প্রস্তুত

প্রকাশিত: ২২:৩৬, ২৯ ডিসেম্বর ২০১৫

পটিয়ায় মেয়রসহ ৫৬জন প্রার্থী রায়ের জন্য প্রস্তুত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ দীর্ঘ প্রতিক্ষার পর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচন। মেয়র পদে-৪জন, মহিলা কাউন্সিলর-১০ ও পুরুষ কাউন্সিলর পদে ৪২জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শামশুল আলম মাষ্টার, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তৌহিদুল আলম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ ইব্রাহিম নারকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন। মূলত আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষ প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলবে। ভোট কেন্দ্র ১৮টি ও বুথ সংখ্যা ১১৬টি। ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে পুলিশ প্রশাসন ১৪টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে সনাক্ত করেছে। পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ছৈয়দ আবু ছাইদ বলেন, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
×