ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চুড়ান্ত প্রস্তুতি গ্রহন

প্রকাশিত: ২২:১৪, ২৯ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চুড়ান্ত প্রস্তুতি গ্রহন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ের ৩টি পৌরসভায় সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহন কার্যক্রম সম্পন্ন করতে জেলা নির্বাচন অফিস চুড়ান্ত প্রস্তুতি গ্রহন করেছে। মঙ্গলবার সকাল থেকে জেলার ৩টি পৌরসভার ৩৯ টি ভোট কেন্দ্রে নিয়োগকৃত ৩৯ জন প্রিজাইডিং অফিসার, ২৩৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ৮২ হাজার ৪শ’ ৪৩টি ব্যালট পেপার, ২৭৭ টি ব্যালট বক্স সংগ্রহ করে স্ব স্ব কেন্দ্রে পৌছে ভোট গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। সেই সাথে সুষ্ঠভাবে নির্বাচন শেষ করতে নির্বাচনের দিন ৪ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ৩ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ১৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।
×