ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কচুয়া পৌর নির্বাচন

হাইকোর্টের আদেশ বহাল

প্রকাশিত: ০৫:৩২, ২৯ ডিসেম্বর ২০১৫

হাইকোর্টের আদেশ বহাল

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আনা আবেদনের বিষয়ে ‘নো-অর্ডার’ দিয়েছেন চেম্বার জজ আদালত। ‘নো-অর্ডার’ দেয়ায় হাইকোর্টের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার সুপ্রীমকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ আদেশ প্রদান করেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। স্বতন্ত্র প্রার্থী প্রাঞ্জলের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে গত ২৩ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণে নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন নৌকা প্রতীকে সরকার সমর্থিত প্রার্থী নাজমুল আলম। সোমবার শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন চেম্বার আদালত। উল্লেখ্য, তথ্য গোপনের অভিযোগে গত ৬ ডিসেম্বর প্রাঞ্জলের মনোনয়নপত্র বাতিল করে চাঁদপুরের রিটানিং কর্মকর্তা। শামসুল হক চিশতী আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি নির্বাচিত আঞ্জুমান মুফিদুল ইসলামের জেনারেল কাউন্সিলের বিশেষ অধিবেশন এবং ২০১৬-২০১৯ মেয়াদের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন গত ২৬ ডিসেম্বর আঞ্জুমানের ফকিরেরপুল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। নির্বাচনে সরকারের সাবেক সচিব মোঃ শামসুল হক চিশতী দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঞ্জুমানের সভাপতি নির্বাচিত হন। সভাপতি ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ জন ট্রাস্টি এবং ৫০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। -বিজ্ঞপ্তি রবির ‘আ কাপেলা’ সঙ্গীত প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো ‘আ কাপেলা’ সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। জনপ্রিয় কন্ঠশিল্পী পার্থ বড়ুয়ার প্রতি ভক্তদের ভালবাসা ও অনুরাগ প্রকাশের এক অভিনব মাধ্যম হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন বিভিন্ন সিরিজের আইফোন হ্যান্ডসেট ও সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গে তাদের নিজের আ কাপেলা গান গাওয়ার সুযোগ। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার এ ঘোষণা দেয়া হয়েছে। বাংলা একাডেমিতে সৈয়দ শামসুল হক সম্মাননা সঙ্কলনের প্রকাশনা অনুষ্ঠানে কবিকে উপহার দেয়া প্রতিকৃতি -জনকণ্ঠ
×