ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে আ’লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগ

প্রকাশিত: ০৪:১৭, ২৯ ডিসেম্বর ২০১৫

সুন্দরগঞ্জে আ’লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ ডিসেম্বর ॥ সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে এবার আওয়ামী লীগের লড়াই। এখানে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলের তিন বিদ্রোহী প্রার্থী। তাদের একজন পৌর আ’লীগের সহ-সভাপতি এটিএম মাসুদুল ইসলাম চঞ্চলের প্রতি রয়েছে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আশীর্বাদ। গত বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এমপি লিটন হেলিকপ্টারযোগে সুন্দরগঞ্জে এলে তাঁকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান এ বিদ্রোহী মেয়র প্রার্থী চঞ্চল। এমপি লিটনের সমর্থক দলের নেতাকর্মীরা তার পক্ষেই প্রকাশ্যে মাঠে কাজ করছেন। শিশু শাহাদত হোসেন সৌরভ হত্যা প্রচেষ্টায় অভিযুক্ত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বর্তমান পৌর মেয়র এবং এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন লিটনের রোষানলে পড়েন। তাই প্রতিশোধ নিতে মামুনের বিরুদ্ধে চঞ্চলকে প্রতিদ্বন্দ্বিতায় নামান বলে লিটনবিরোধী আ’লীগ নেতাকর্মীদের অভিযোগ। এ নির্বাচনে বিএনপির একক প্রার্থী আজাদুল করিম প্রামাণিক নিপু। ঘরের শত্রু বিভীষণের কারণে এখানে বিএনপির সাংগঠনিক ভিত তেমন না থাকলেও ওই দলের মেয়র প্রার্থী এবার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। এমন অভিযোগ করেছেন লিটনবিরোধী আ’লীগ নেতাকর্মীরা। বিএনপি প্রার্থীর সমর্থনে এবার জামায়াত কোন প্রার্থী দেয়নি এখানে। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি লিটনবিরোধী আন্দোলনের নেতা আব্দুল্লাহ আল মামুনের পক্ষে আওয়ামী লীগ ছাড়াও মুক্তিযোদ্ধারা মাঠে নেমেছেন। জেলা নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন এবং মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন গোষ্ঠী কাজ করছে। সাবেক ছাত্রলীগ নেতা রিপন দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে এসে বিদ্রোহী প্রার্থীদের বাগে আনার চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বিতা থেকে বিদ্রোহীদের সরে দাঁড়ানোর জন্য চেষ্টা চালান। কিন্তু ব্যর্থ হন। অভিজ্ঞ মহলের অভিমত, নিজেদের কাদা ছোড়াছুড়ির সুযোগে বিএনপি প্রার্থী মেয়র পদটি ছিনিয়ে নিতে পারে। এ আসনে অপর দুই বিদ্রোহী প্রার্থী হলেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ সাহা ও সংগঠনের উপজেলা সদস্য শাহীন আহমেদ সবুজ। এছাড়া এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন- জাতীয় পার্টির মশিউর রহমান সরকার, জেপির মশিউর রহমান এবং জাসদের শাহাদত হোসেন সবুজ।
×