ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএমইতে স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে রাখতে হবে

প্রকাশিত: ০১:৪২, ২৮ ডিসেম্বর ২০১৫

এসএমইতে স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে রাখতে হবে

অর্থনেতিক রিপোর্টার ॥ ব্যাংকের ঋণ ও আমানতে সুদহারের ব্যবধান (স্প্রেড) হিসাবের ক্ষেত্রে এখন থেকে এসএমই খাতকেও বিবেচনায় নিয়ে ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে সীমিত রাখতে হবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এর আগে ১৯ নবেম্বর এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হলেও ঋণগ্রহীতাসহ ব্যাংকারদের মধ্যে কিছুটা অস্পষ্টতা লক্ষ করা যায়। ফলে কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ ও আমানতের ব্যবধান ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে। এতে বলা হয়, এসএমই খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কম সুদের পুনঃঅর্থায়নসহ বিভিন্ন সুবিধা দিলেও ব্যাংকগুলো এ খাতে উচ্চ সুদহার নিচ্ছে। এমন পরিস্থিতিতে এসএমই খাতের সুদহার কমাতে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ ও আমানতের ব্যবধান এক অঙ্ক তথা পাঁচ শতাংশীয় পয়েন্টে সীমিত রাখতে হবে। ২০১২ সালে ব্যাংকগুলোকে এক নির্দেশনায় এসএমই, ঝুঁকিপূর্ণ ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য ক্ষেত্রে ঋণ ও আমানতে সুদহারের ব্যবধান ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে সীমিত রাখতে বলা হয়। অর্থাৎ এই তিনটি খাত ছাড়া অন্যান্য ক্ষেত্রে ৭ শতাংশ সুদে আমানত নিলে সর্বোচ্চ ১২ শতাংশ সুদে ঋণ দেওয়া যাবে। তবে এখন থেকে এসএমইকেও এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।
×