ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি চিকিৎসাসেবার উদ্বোধন

প্রকাশিত: ০১:০৫, ২৮ ডিসেম্বর ২০১৫

পাকুন্দিয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি চিকিৎসাসেবার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার পাকুন্দিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিও থেরাপি চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান চিকিৎসাসেবার উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খাইরুল আলম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আনওয়ারুর রউফ, জেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের অফিসার মিঠুর চক্রবর্তী, সাংবাদিক শাহজাহান সাজু প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী বুধবার বিকেল চারটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে প্রতিবন্ধী ও স্ট্রোক-প্যারালাইসিস রোগীদের বিনামূল্যে ফিজিও থেরাপি প্রদান করা হবে।
×