ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০১:০৩, ২৮ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভায় বিজিবি মোতায়েন হয়েছে। দুই পৌর সভার জন্য দু’প্লাটুন বিজিবি সদস্য রবিবার রাতে মুন্সীগঞ্জে আসে। দু’জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা পৌরসভা দু’টিতে টহলের প্রস্তুতি নিচ্ছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি দায়িত্ব পালন করবে। তিনি জানান, নির্বাচনের কাজে ২৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এর মধ্যে প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন, ৫৫১ জন পুলিশ সদস্য এবং ১৫ জন আনসার ব্যাটেলিয়ান নিয়োজিত থাকবেন। এছাড়াও ৫৮৮ জন আনসার সদস্য ভোট কেন্দ্রে থাকবে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে তাই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পৌর সভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক আলোচনা হয়। এ সময়ই এসব তথ্য উঠে আসে। এই সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন জাতয়ি সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। দুপুরে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষের এই সভায় আরও আলোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, জেলা কমান্ডার আনিস-উজ-জামান, আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, মুক্তিযোদ্ধা সদর কমান্ডার এম এ কাদের মোল্লা, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক কুতুবউদ্দিন আহম্মেদ ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ আলোচনা করেন। অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সরকার সব রকম ব্যবস্থা গ্রহন করছে। সভায় নির্বাচন ছাড়াও মাদক ও শহরের যানিজটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
×