ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরকাদিম পৌরসভার মেয়র পদে জেপি প্রার্থী রেনু সরে দাঁড়ালেন

প্রকাশিত: ০০:১৭, ২৮ ডিসেম্বর ২০১৫

মিরকাদিম পৌরসভার মেয়র পদে জেপি প্রার্থী রেনু সরে দাঁড়ালেন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার জেপি মেয়র প্রার্থী খন্দকার মোহাম্মদ হোসেন রেনু (বাইসাইকেল) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি রির্টানিং অফিসার বরাবর প্রার্থীতা প্রত্যাহারের লিখিত আবেদন করেছেন রবিবার। পৌর সভাটির সাবেক মেয়র খন্দকার মোহাম্মদ হোসেন রেনু জানান, দুই মেয়র প্রার্থীর কালো টাকার বিলির প্রতিবাদেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাই নির্বাচনের কোনো এজেন্ট নিয়োগ করবেন না। এব্যাপারে জেলা নির্বাচন অফিসার ও পৌরসভাটির রির্টানিং অফিসার ফয়সাল কাদের সোমবার জানান, প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ এখন আর নেই। ব্যালট পেপারও ছাপা হয়ে গেছে। আবেদন দিতেই পারেন, কিন্তু এর কোন প্রতিকার নেই। স্থানীয় নির্বাচন বোদ্ধারা জানিয়েছেন, সাবেক এই মেয়র নির্বাচন থেকে সরে দাড়াঁনোর কারণে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অপেক্ষাকৃত লাভবান হবে। এই পৌর সভায় ছয় জন মেয়র প্রার্থী রয়েছেন। তবে এখন আওয়ামী লীগের শহিদুল ইসলাম শাহিন (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মন্সুর আহমেদ কালাম (মোবাইল ফোন) ও বিএনপির সামুর রহমানের (ধানের শীষ) মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
×