ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেরপুরে সন্ত্রাস-নাশকতার আশংকা আ’লীগ প্রার্থীর

প্রকাশিত: ০০:০৯, ২৮ ডিসেম্বর ২০১৫

শেরপুরে সন্ত্রাস-নাশকতার আশংকা আ’লীগ প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর পৌরসভা নির্বাচনে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির আশংকায় জামায়াত-বিএনপি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার অঙ্গণে অবস্থিত দলীয় প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি জানান। তিনি বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক আশীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, পৌর এলাকার শেখহাটি মহল্লায় তার দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন ধরণের হুমকি-ধামকী দেয়া হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থী লিটন নির্বাচিত হলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলার সংকল্প ব্যক্ত করে বলেন, আগামী পরিষদের মাধ্যমেই শেরপুর পৌরসভার সার্ধশত বর্ষপূর্তি হবে। এজন্যও রুচি ও সৃজনশীল নেতৃত্ব প্রয়োজন। এছাড়া তিনি প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন মিডিয়া কর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন, এডভোকেট আবুল কাশেম, প্রকাশ দত্ত, শামছুন্নাহার কামাল প্রমুখ।
×