ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় নতুন মুখের লড়াই জমে উঠেছে

প্রকাশিত: ০০:০১, ২৮ ডিসেম্বর ২০১৫

রাঙ্গুনিয়ায় নতুন মুখের লড়াই জমে উঠেছে

নিজস্ব সংবাদাতা, রাঙ্গুনিয়া ॥ দলীয় প্রতীকে অনুষ্ঠেয় প্রথম পৌরসভা নির্বাচন আগামীকাল বুধবার। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল সোমবার মাঠে নেমেছে। পৌর এলাকায় বিজিবি সদস্যের পাশাপাশি পুলিশের স্ট্রাইকিং র্ফোস ও র‌্যাব সদস্যদের টহল রয়েছে। গতকাল সোমবার রাত বারটা থেকে পৌরসভাতে বহিরাগতদের অবস্থানের উপর নিষেধোজ্ঞা আরোপকরা হয়েছে । এবার পৌরসভা নির্বাচনের মেয়র পদে সব প্রার্থী নতুন মুখ। মেয়র পদে আওয়ামীলীগে নৌকা প্রতীক নিয়ে শাহজাহান সিকদার, ধানের শীষ প্রতীকে বিএনপির হেলাল উদ্দিন শাহ, মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের আব্দুর রহমান জামী ও নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক প্রতিদ্বন্ধিতা করছেন। নৌকা প্রতীক বর্তমান সরকার ও প্রশাসনের আনুগত্য পেলেও তেমনি ধানের শীষ প্রতীকেরও জনপ্রিয়তা রয়েছে। আবার নৌকা প্রতীকের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মোমবাতি। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্ধির মধ্যে বেশির ভাগই আওয়ামী সমর্থীত প্রার্থী রয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও ১১ জন প্রার্থীর মধ্যে তীব্র লড়ায়ে জমে ওঠবে নির্বাচনের মাঠ।
×