ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলা

প্রকাশিত: ২০:০৮, ২৮ ডিসেম্বর ২০১৫

কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলা

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে সোমবার সকালে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত ১ বেসামরিক লোক নিহত ও অপর চারজন আহত হয়েছে। আক্রমণের লক্ষ্যবস্তু এক বিদেশী বাহিনীর গাড়িবহর ছিল বলে মনে করা হচ্ছে। আফগান কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। কোন গোষ্ঠী বা সংগঠন তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে বাসস এমন তথ্যই জানিয়েছে। এই ঘটনাটি সরকারি ও বিদেশী বাহিনীর সৈন্যদের ওপর তালেবান জঙ্গিদের হামলার বৃদ্ধির বিষয়টিই তুলে ধরল। কাবুলের উপপুলিশ প্রধান গুল আগা রোহানি বলেন, ‘কাবুল বিমানবন্দরের কাছেই এই বোমা হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনা সম্পর্কে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছি।’ স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিকী টুইটারে বলেন, ‘আজকের এই গাড়ি বোমা হামলায় এক বেসামরিক লোক নিহত ও অপর ৪ জন আহত হয়েছে।’ কাবুলে পাকিস্তানের শাক্তিশালী সেনা প্রধান জেনারেল রাহিল শরিফের সফরের কয়েক দিন পরই এই হামলাটি চালানো হল। তালেবান জঙ্গিদের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর ক্ষেত্র প্রস্তুত করতেই পাকিস্তান সেনা প্রধান কাবুল সফর করেন। বর্তমানে আফগান বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের আফিম সমৃদ্ধ সাঙ্গিন অঞ্চল থেকে তালেবান জঙ্গিদের হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে।
×