ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে আন্দোলনের মুখে হল খোলা রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:১২, ২৮ ডিসেম্বর ২০১৫

রাবিতে আন্দোলনের মুখে হল  খোলা রাখার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতকালীন ছুটিতে আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের পর রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত হয়। শনিবার সন্ধ্যায় শীতের ছুটি উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত হল বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে রবিবার সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত প্রশাসন ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রলীগ। ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ভেতরে আটকা পড়ে। বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর শিউলি শামিম শান্তা হল খোলা রাখার সিদ্ধান্ত জানালে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকল ছুটিতে আবাসিক হল খোলা রাখার দাবিতে রবিবার সকাল ১০টা থেকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
×