ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় মেয়র প্রার্থীর তিন কর্মীর কারাদণ্ড

প্রকাশিত: ০৬:১১, ২৮ ডিসেম্বর ২০১৫

কুষ্টিয়ায় মেয়র  প্রার্থীর তিন কর্মীর  কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৭ ডিসেম্বর ॥ কুষ্টিয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর তিন কর্মীকে ৭ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমারখালী পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাকারিয়া খানের তিন কর্মীকে এই দ- প্রদান করা হয়। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই দ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন, কুমারখালী পৌর এলাকার দুর্গাপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দিন (৪৮), তেবাড়ীয়ার সোবাহান শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩০) ও একই এলাকার মৃত মনিরুদ্দিন শেখের ছেলে টোকন শেখ (৩৪)। কুমারখালী থানার অফিসার ইনচার্জ জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শহরের দুর্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের করে কারাদ-া প্রদান করেন।
×