ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশিত: ০৬:১১, ২৮ ডিসেম্বর ২০১৫

শরীয়তপুরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৭ ডিসেম্বর ॥ সংসদ সদস্য কর্নেল (অব) শওকত আলীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন নড়িয়া পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাঢ়ী। রবিবার দুপুরে নড়িয়া পৌরসভা ভবনের নিচ তলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাঢ়ী বলেন, কর্নেল (অব) শওকত আলী এমপি তার বাড়িতে বসে বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে অস্ত্রধারী সন্ত্রাসী এনে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা কর্নেল (অব) শওকত আলীর বাড়িতে অবস্থান করে হামলা ও বড় ধরনের নাশকতা ঘটিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। শওকত আলী এমপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থী হায়দার আলীর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। কর্নেল (অব) শওকত আলী এমপি ও দলীয় মেয়র প্রার্থী হায়দার আলীর বাড়ি থেকে ভাড়াটে সন্ত্রাসীদের গ্রেফতার করে এবং শওকত আলী এমপিকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রেখে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের প্রতি দাবি জানান। এ সময় তার সঙ্গে নড়িয়া পৌরসভার ভোটার ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিল।
×