ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাফ ব্যর্থতা তদন্তে কমিটি গঠন

প্রকাশিত: ০৬:০৩, ২৮ ডিসেম্বর ২০১৫

সাফ ব্যর্থতা তদন্তে কমিটি গঠন

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে গ্রুপ পর্বেই সাফ সুজুকি কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় দল। এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তান ও মালদ্বীপের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশ। এই ব্যর্থতা পর্যালোচনার জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার দুপুরে বাফুফের কার্যনির্বাহী কমিটির নবম নিয়মিত সভায় এ কমিটি গঠন করা হয়। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে এ সভায় আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আফগানিস্তানের কাছে ৪-০ এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশ দলের। সাফ ব্যর্থতার কারণ বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন আজমল আহমেদ তপন। অন্য দুই সদস্য হচ্ছেন শেখ মোঃ আসলাম ও মোঃ ইলিয়াছ হোসেন। এবার ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০১৬’ আয়োজন উপলক্ষে রোজ মঙ্গলবার দুপুরে আসরটির অর্গানাইজিং কমিটির সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের বাফুফের আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষণ সাপেক্ষে অনুমোদন করা হয়। মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত আরামবাগ ক্রীড়া সংঘ বনাম বাংলাদেশ পুলিশ এসির খেলা শেষে আরামবাগ সমর্থকগণ কর্তৃক বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ও মতিঝিলের বাফুফে ভবনে তা-ব ও ভাংচুরকরণ সম্পর্কিত বিষয়ে তদন্ত করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে উক্ত কমিটি বাফুফের কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রদান করবে। উক্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন হারুনুর রশীদ। অন্য দুই সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও মোঃ ফজলুর রহমান বাবুল।
×