ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন ল্যাঙ্গার

প্রকাশিত: ০৬:০১, ২৮ ডিসেম্বর ২০১৫

অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন ল্যাঙ্গার

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক তারকা জাস্টিন ল্যাঙ্গার। আগামী বছরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। ওই সফরে নিয়মিত প্রধান কোচ ড্যারেন লেম্যান থাকবেন না। তার জায়গায় ‘স্ট্যান্ড ইন’ কোচের দায়িত্ব পালন করবেন ল্যাঙ্গার। যার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ব্যাটসম্যান। ২০১৬ এর মাঝামাঝি সময়ে ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়া একটি তিন জাতি ওয়ানডে সিরিজে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও থাকবে দক্ষিণ আফ্রিকা। সাময়ীক সময়ের জন্য হলেও এর মধ্য দিয়ে জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ল্যাঙ্গারের। লেম্যানের সঙ্গে এক সময় অস্ট্রেলিয়া দলে একই সঙ্গে খেলেছেন তিনি। তবে লেম্যানের পর ল্যাঙ্গারই অস্ট্রেলিয়ার কোচ হবেন কি নাÑ তা অনেক পরে নির্ধারণ করার বিষয়। ২০১৭ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে লেম্যানের চুক্তি। এ নিয়ে লেহম্যানের আমলে দু-বার তার জায়গায় অন্য কেউ দায়িত্ব পালন করতে যাচ্ছেন। স্টিভ রিক্সন ওয়ানডে সফরে ভারতে গিয়েছিলেন। আরেকবার ট্রেভর বেইলিস টি২০ দলকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোচিং করিয়েছিলেন। ল্যাঙ্গার ২০০৯ ও ২০১২ তে অস্ট্রেলিয়া দলে টিম নিয়েলসন ও মিকি আর্থারের সহকারী হিসেবে কাজ করেছেন। ভারত ও ইংল্যান্ড জাতীয় দলের কথা শোনা গেলেও ২০১২ সালে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন। দেশের অন্যতম ধারাবাহিক শেফিল্ড শিল্ড দল হিসেবে গড়ে তোলেন। ৫০ ওভার ও টি২০ শিরোপাও জেতান।
×