ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেঘনায় বালুভর্তি জাহাজ ডুবি, শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ০৫:২৩, ২৮ ডিসেম্বর ২০১৫

মেঘনায় বালুভর্তি জাহাজ ডুবি, শ্রমিক নিখোঁজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শহরের পার্শ্ববর্তী চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় বালুভর্তি জাহাজ ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। বালুভর্তি করে ঢাকার দিকে যাওয়ার সময় সাত শ্রমিকসহ জাহাজটি রবিবার দুপুরে ডুবে যায়। ছয় শ্রমিক তীরে উঠলেও ভেতরে ঘুমিয়ে থাকা মোঃ শিপন (২৬) নিখোঁজ হয়। তবে ঘাতক জাহাজটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দমকল বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। শিপন গোপালগঞ্জের জবেদ মিনহার পুত্র। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ডুবে যাওয়া জাহাজটি মেঘনার তলদেশে শনাক্ত করেছে। তবে রাতে এ খবর লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি। আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।
×