ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের শীত উপেক্ষা করে প্রচারণা তুঙ্গে

প্রকাশিত: ২৩:৫১, ২৭ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জের শীত উপেক্ষা করে প্রচারণা তুঙ্গে

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের সাত পৌর নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে রাজনৈতিক দলের নেতারা এখন দিন-রাত মাঠে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক অঙ্গনও যেন বেশ সরগরম হয়ে উঠেছে। তীব্র শীতকে উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত অবধি প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন এক এলাকা থেকে অন্য এলাকায়। মেয়র প্রার্থীদের পক্ষে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা পথসভা ও গণসংযোগ চালিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন। নেতাকর্মীরাও যেন কোমর বেঁধে মাঠে নেমে ভোটারদের মন জয়ের প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। পথসভা, মিছিল মিটিংসহ চলছে মাইকিং। প্রতিদিন দলীয় কর্মিবাহিনী নিয়ে প্রার্থীরা ভোটারদের সাথে হাত ও বুক মিলিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন দেখভালের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সাত পৌর এলাকায় নিয়মিতভাবে টহল দিচ্ছেন। নিয়ম ভেঙ্গে কোনো প্রচারণা চালানো দেখামাত্রই প্রার্থীদের করছেন অর্থদ-। নির্বাচন নিয়ে চায়ের টেবিল থেকে শুরু করে সবখানেই এখন চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছে পৌর অভিভাবক। কাঙ্খিত ব্যক্তিকে নির্বাচিত করতে ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ।
×