ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩৭ বছর পর সিপিআই (এম)’র প্লেনাম কলকাতায়

প্রকাশিত: ২৩:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৫

৩৭ বছর পর সিপিআই (এম)’র প্লেনাম কলকাতায়

অনলাইন ডেস্ক ॥ সাঁইত্রিশ বছর পর ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পাঁচ দিনব্যাপী প্লেনাম আজ কলকাতায় শুরু হয়েছে। এতে পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৪ শতাধিক নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। এ উপলক্ষে বিকেলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় ধরণের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। কলকাতায় প্লেনাম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দলকে শক্তিশালী ও অগ্রগতির পথে এগিয়ে নিতে প্লেনাম সহায়ক হবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ বিধান সভার নির্বাচনের আগে সিপিআই (মার্কসবাদী) কে ঘুরে দাঁড়াতে সক্ষম করবে। মার্কসিস্টরা যখন রাজ্যে সমর্থন বাড়াতে চেষ্টা চালাচ্ছে তখন এই প্লেনাম অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গে ৩৪ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের কাছে হেরে যায় সিপিআই।
×