ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন

প্রকাশিত: ২৩:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে নিম্নমুখী প্রবণতায়। এদিন দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার ডিএসইতে ৩৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৯৬ কোটি টাকা বা ২২ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৪২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির শেয়ার দর। সকালে দরবৃদ্ধির প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, কাশেম ড্রাইসেলস, এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আফতাব অটোমোবাইলস, কেডিএস এক্সেসরিজ এবং সিঙ্গার বিডি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : দেশ গার্মেন্টস, ফাস ফাইনান্স, এটলাস বাংলাদেশ, ডেল্টা লাইফ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, ইস্টার্ন হাউজিং, অগ্রনী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইনান্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, হামিদ ফেবিক্স, ঝিল বাংলা, এ্যাপেক্স ফুডস, শ্যামপুর সুগার, বিডি অটোকারস, গ্রীন ডেল্টা, কোহিনূর কেমিক্যাল ও প্রগতি ইন্স্যুরেন্স। দিনটিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টি কোম্পানির, দর কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বে´িমকো, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, মবিল যমুনা বাংলাদেশ, ডেল্টা লাইফ, সিঙ্গার বিডি, রিজেন্ট টেক্সটাইল, বে´িমকো ফার্মা, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
×