ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ৬১টি কেন্দ্রের মধ্যে ৪৫টিই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ২২:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৫

নেত্রকোনায় ৬১টি কেন্দ্রের মধ্যে ৪৫টিই ঝুঁকিপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার পাঁচটি পৌরসভার মোট ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসন এসব কেন্দ্রকে চিহ্নিত করেছে ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্র হিসাবে। যে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এসব কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌরসভায় ২৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি, মোহনগঞ্জে ৯টি কেন্দ্রের প্রত্যেকটি, দুর্গাপুরে ৯টি কেন্দ্রের মধ্যে ৬টি, মদনে ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি এবং কেন্দুয়ায় ৯টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক জানান, প্রতিটি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৭ জন পুলিশ ও ২১ জন আনসার সদস্য এবং সাধারণ কেন্দ্রে ৬ জন পুলিশ ও ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া প্রতি ৩ টি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম এবং প্রত্যেক পৌরসভায় একটি করে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করবে।
×