ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান-চট্রগ্রাম বিএনপি

প্রকাশিত: ২২:১৭, ২৭ ডিসেম্বর ২০১৫

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান-চট্রগ্রাম বিএনপি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেছেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বিএনপি চায় সরকার এবং নির্বাচন কমিশন জাতিকে দেয়া ওয়াদা পালন করুক। আজ বরিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মাটিরাঙ্গায় কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবী জানিয়েছেন তিনি। এসময় খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি, সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া, জেলা বিএনপি’র জ্যেষ্ঠ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
×