ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে ব্যবসায়ীকে রাস্তায় ফেলে রেখে গেছে অপহরণকারীরা

প্রকাশিত: ২১:০৪, ২৭ ডিসেম্বর ২০১৫

সাভারে ব্যবসায়ীকে রাস্তায় ফেলে রেখে গেছে অপহরণকারীরা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ দৈনিক জনকন্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় অপহরণের তিনদিন পর সাভারে ব্যবসায়ী সেলিম রেজাকে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে গেছে অপহরণকারীরা। রবিবার ভোর রাত চারটার দিকে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের অদূরে ‘রাঙ্গাবন’ নার্সারীর সামনে ফেলে রেখে যায় অপহরণকারীরা। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকার নিরাপত্তাকর্মীরা। অপহৃত ব্যবসায়ী সেলিম রেজার স্ত্রী পারভীন আক্তার জানান, সাভার বাজার বাসষ্ট্যান্ডে এক নারী ব্যবসায়ীর সাথে ভবন নির্মানের ব্যবসার দ্বন্দে¦র জের ২৪ ডিসেম্বর রাতে সেলিমকে অপহরণ করে দুর্বৃত্তরা। সেলিম জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে অপহরণকারীরা তাকে মেরেই ফেলত। তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
×