ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

প্রকাশিত: ০৬:১৮, ২৭ ডিসেম্বর ২০১৫

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

১. জাতীয় অর্থের অভিভাবক রূপে কে দায়িত্ব পালন করেন? ক) এ্যাটর্নি জেনারেল খ) দুর্নীতি দমন কমিশন গ) বাংলাদেশ কর্ম কমিশনঘ) মহাহিসাব নিরীক্ষক ২. কোন দেশে কোনো প্রাদেশিক সরকার নেই? ক) বাংলাদেশ খ) ভারত গ) যুক্তরাষ্ট্র ঘ) কানাডা ৩. ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশ স্বআধীন সার্বভৌম হিসেবে পরিচিতি লাভ করে? ক) ২১ ফ্রেব্রুয়ারি খ) ২৬ মার্চ গ) ১৭ এপ্রিল ঘ) ১৬ ডিসেম্বর ৪. কত বছর পর পর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বড় ধরনের খরার আশঙ্কা রয়েছে? ক) ৩ বছর খ) ৪ বছর গ) ৫ বছর ঘ) ৭ বছর ৫. তিতুমীর কার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? ক) জগৎ শেঠ খ) রায় দুর্লভ গ) ঈশানচন্দ্র রায় ঘ) কৃষ্ণদের রায় ৬. যোগাযোগ মন্ত্রণালয় যে কয়টি বিভাগ নিয়ে গঠিত তা হলো- র. সেতু বিভাগ রর. সড়ক বিভাগ ররর. রেল বিভাগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৭. ১৯৯৮ সালে কোন বিল পাসের মাধ্যমে উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়? ক) স্থানীয় সরকার বিল খ) উপজেলা সরকার অধ্যাদেশ গ) উপজেলা পরিষদ বিল ঘ) স্থানীয় সরকার অধ্যাদেশ ৮. আধুনিকালে কল্যাণমূলক রাষ্ট্রের উদ্ভদের ফলে রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলি বৃদ্ধি পাচ্ছে? ক) সামরিক খ) প্রশাসনিক গ) শাসনতান্ত্রিক ঘ) জনকল্যাণমূলক ৯. সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট সংসদে উপস্থাপনের ব্যবস্থা করেন? ক) ১৩২ নং অনুচ্ছেদে খ) ১৩৩ নং অনুচ্ছেদে গ) ১৩৪ নং অনুচ্ছেদে ঘ) ১৩৫ নং অনুচ্ছেদে ১০. পাকিস্তান সৃষ্টির পর কোন সংগঠন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়? ক) তমুদ্দুন মজলিস খ) মুসলিম লীগ গ) জনতা পার্টি ঘ) জাতীয় কংগ্রেস ১১. জাতীয় সংসদে বিতর্ক অনুষ্ঠিত হয়- র. কর্মকমিশনের রিপোর্টের ওপর রর. সুপ্রিম কোর্টের রায়ের ওপর ররর. মহাহিসাব নিরীক্ষকের বার্ষিক রির্পোটের ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১২. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে বাংলা প্রদেশে মুসলমানদের জন্য সংরক্ষিত ১১৯টি আসল লাভ করে- র. মুসলিম লীগ রর. প্রজাপার্টি ররর. স্বতন্ত্র মুসলিম প্রার্থীরা নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৩. আপিল বিভাগের কোর্ট অব রেকর্ড এর কর্মপরিধি কেমন? ক) উচ্চ আদালতের রায় বাতিল খ) আদালত অবমাননার তদন্ত গ) দন্ডাদেশ বাতিল করা ঘ) রাষ্ট্রপতির ক্ষমা কার্যকর করা ১৪. নাগরিক সমস্যা সমাধানে কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ? ক) আইনশৃঙ্খলা বাহিনীর খ) সামরিক বাহিনীর গ) নাগরিকগনের ঘ) প্রশাসনের ১৫. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকারী পরিষদ' কবে গঠিত হয়? ক) ১৯৪৮ সালের ৪ জানুয়ারি খ) ১৯৪৮ সালের ১১ মার্চ গ) ১৯৫২ সালের ৩১ জানুয়ারি ঘ) ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি ১৬. তৃণমূল পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সমন্বয়ে দায়িত্ব কাদের? ক) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি খ) ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় গ) জেলা পরিষদ ঘ) উপজেলা পরিষদ ১৭. শেরে বাংলা কত সালে আইন ব্যবসায় শুরু করেন? ক) ১৮৯৯ সালে খ) ১৯০০ সালে গ) ১৯০১ সালে ঘ) ১৯০২ সালে ১৮. বাংলাদেশ কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? ক) সংসদীয় সরকার খ) রাষ্ট্রপতি শাসিত সরকার গ) সামরিক সরকার ঘ) একনায়কতান্ত্রিক সরকার ১৯. একমেলেদ্দিন ইহসানোগলুর দেশ কোনটি? ক) মালয়েশিয়া খ) ফিলিস্তিন গ) মিসর ঘ) তুরস্ক ২০. তিতুমীরের বাহিনীর নিকট কাদের অত্যাচারের বিরুদ্ধে গণআন্দোলন? ক) তিতুমীর খ) সোহরাওয়ার্দী গ) আমির আলী ঘ) ফজলুল হক
×