ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শর্তসাপেক্ষে বন্ড কেনার অনুমতি

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৫

শর্তসাপেক্ষে বন্ড কেনার অনুমতি

বাংলাদেশের সরকারী-আধাসরকারী-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শর্তসাপেক্ষে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এর সব শাখা ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশে লিয়েন-ডেপুটেশন শেষে অর্জিত বৈদেশিক মুদ্রার সমপরিমাণ বাংলাদেশী মুদ্রায় ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগকারী দেশে ফেরার সর্বোচ্চ ১ বছরের মধ্যে বিনিময় হারের মাধ্যমে গৃহীত অর্থ ও সংশ্লিষ্ট দলিলাদি বাংলাদেশ ব্যাংকে জমা করে ওই পরিমাণ বৈদেশিক মুদ্রা পুনঃগ্রহণ করে বাংলাদেশ ব্যাংক থেকে বন্ড কিনতে পারবেন। তবে এটি ক্রয়কারীর সম্পদ বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার ব্যবসার হিসাবে গরমিল হলে বীমা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা জীবন বীমা কোম্পানির ২০১৫ সালের ব্যবসার হিসাব তৈরি করতে ১৫টি ছক নির্ধারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ১৪ জানুয়ারির মধ্যে এ ১৫টি নির্ধারিত ছকে চলতি বছরের ব্যবসার হিসাব আইডিআরএ’তে জমা দিতে হবে দেশে ব্যবসারত সকল জীবন বীমা কোম্পানিকে। বীমা আইন ২০১০ সালের ৪৯ ধারার ক্ষমতাবলে কোম্পানিগুলোকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে আইডিআরএ। কোন কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে ব্যর্থ হলে অথবা হিসাব প্রতিবেদনে কোন ধরনের গরমিল করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। ব্যবস্থার অংশ হিসেবে হিসাবে গরমিল করা কোম্পানি ও কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আইডিআরএ জানিয়েছে, ২০১৫ সালে প্রদর্শিত প্রথম বর্ষ বীমা ব্যবসার বিপরীতে ব্যাংক জমা অবশ্যই বছরটির ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×