ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইসিবির মুনাফা ৪৪০ কোটি টাকা

প্রকাশিত: ০৫:৫২, ২৭ ডিসেম্বর ২০১৫

আইসিবির মুনাফা ৪৪০ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৪-১৫ অর্থবছরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবির নীট মুনাফা হয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ। শনিবার সকালে রাজধানীর দিলকুশার একটি হোটেলে ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এমন তথ্য দেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. মজিব উদ্দিন আহমেদ। যদিও ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় লভ্যাংশের পরিমাণ ১০ শতাংশ কমিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন সভায় অংশ নেয়া বিনিয়োগকারীরা। এ সময়, শেয়ারহোল্ডার, সাবসিডিয়ারি কোম্পানির প্রতিনিধিদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আইসিবির কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার পরামর্শ দেন। তেলের মূল্য বৃদ্ধির পূর্বাভাস অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০২০ সাল নাগাদ জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৭০ ডলারে পৌঁছবে। সম্প্রতি বিশ্ব জ্বালানি তেল সম্পর্কিত প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। প্রতিবেদনে আরও বলা হয়, আগামী বছর থেকেই বাড়তে শুরু করবে জ্বালানি তেলের দাম। ২০১৪ সালের জুলাইতে ব্যারেলপ্রতি ১১০ ডলার থেকে নেমে চলতি বছরের আগস্টে তেলের দাম সর্বনিম্ন ৩৭ ডলারে পৌঁছায়। এরপর ২৪ ডিসেম্বরে তা ৩৬ ডলারে পৌঁছায়, যা ১১ বছরের ইতিহাসে সর্বনিম্ন। এরপরও তেলের উত্তোলন কমানোর বিপক্ষে ওপেক। সংস্থাটির পূর্বাভাস, ২০৪০ সালে জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে জ্বালানি তেলের চাহিদা বাড়বে।
×