ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:৫১, ২৫ ডিসেম্বর ২০১৫

কবিতা

প্রার্থনা গীতি কবিতা : ৮৫ আবু সাঈদ জুবেরী যে যাবার সে যাবেই দূরে মন-দূরত্ব সাগর পারে, তবুতো এক শঙ্খচিলে আকাশের ওই স্তব্ধ নীলে- বারে বারে তারেই ডাকে। দুঃখগুলি রূপার ফোঁটা, ছিন্ন-প্রাণে ফুলের বোঁটা পড়বে তারই পথ-বাঁকে, অর্পণের সাতপাকে রাখ তাকে- মন বলে যে রাখ তাকে। ‘যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সুখেই থাকে’ ছবি আঁকে, স্বপ্ন দ্যাখে একলা দুপুর... পায়ে নূপুর সারা বাড়ি মুখর রাখে। সে যেন আজ সুখেই থাকে হীরের দ্যুতি পায় নোলকে লাল-চিবুকে... সুখ-আলোকে পড়শীরা সব রূপ-চমকে রূপের গুণে তাকিয়ে থাকে।
×