ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দর হারানোর শীর্ষে বীমা খাত

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ ডিসেম্বর ২০১৫

দর হারানোর শীর্ষে বীমা খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বৃদ্ধির দিনে বীমা খাতের কোম্পানিগুলো দর হারিয়েছে বেশি। শুধু তাই নয়, দরপতনের সেরা ১০টি কোম্পানির মধ্যে তিনটিই এ খাতের। ডিএসইতে বৃহস্পতিবার দর হারানোর শীর্ষে উঠে এসেছে বীমা খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্স। এ তালিকায় থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ২ পয়সা বা ৫ দশমিক ০২ শতাংশ কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই তথ্য মতে, এদিন নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ লেনদেন ছিল ২২ টাকা ৭০ পয়সা। দিন শেষে ২৮ বারের লেনদেনে কোম্পানির ১১ হাজার ১১৫টি শেয়ার লেনদেন হয়। তৃতীয় অবস্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ২ টাকা ২ পয়সা বা ৭ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন ছিল ২৬ টাকা ৩০ পয়সা। এদিন ৩৫ বারে কোম্পানির ২৩ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়। বীমা খাতের অপর কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স ছিল তালিকার সপ্তম স্থানে রয়েছে। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৫০ পয়সা বা ৩ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন ছিল ১৫ টাকা ৫০ পয়সা। এদিন ৮ বারে কোম্পানির ১ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন হয়। এছাড়া দর হারানোর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, লিবরা ইনফিউশনস লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
×